Tuesday, February 9, 2016

কিভাবে ব্লগিং ও মাইক্রোওয়ার্কার্স এ কাজ করে অনলাইনে টাকা ইনকাম করা যায় (বিষেশ করে নতুনদের জন্য)

অনেকেই অনলাইনে টাকা ইনকাম করতে চান কিন্তু অনলাইনে টাকা ইনকাম করা অত সহজ না। যারা অনলাইনে টাকা ইনকাম করতে চান তাদের কে অবশ্যই কোন কাজের... thumbnail 1 summary
অনেকেই অনলাইনে টাকা ইনকাম করতে চান কিন্তু অনলাইনে টাকা ইনকাম করা অত সহজ না। যারা অনলাইনে টাকা ইনকাম করতে চান তাদের কে অবশ্যই কোন কাজের ক্ষেত্রে এক্সপার্ট হতে হবে।
অনলাইনে কাজ করার অনেক ক্ষেত্র আছে। ইচ্ছা করলে আপনি যে কোন একটা বিষয়ে এক্সপার্ট হয়ে আপনার অনলাইনে টাকা ইনকাম শুরু করতে পারেন। বাংলাদেশে এখন আপনি অনেক সফল ফ্রিলাঞ্চার পাবেন। যারা দেশে বসে অনেক দেশের বায়ারের কাজ করে বিপুল পরিমান টাকা ইনকাম করছে। কিন্তু রাতারাতি তারা সফলতা পায় না। আমি আজকে প্রায় ২.৫ বছর এই লাইনে সম্পৃক্ত। আমি বহু কাজ করেছি। বহু মানুষ কে দেখছি। যারা আজকে সফল ফ্রিলাঞ্ছার অথবা সফল ফরেক্স ট্রেডার কিন্তু যদি একটু পিছনে তাকান তাহলে দেখবেন তারা কিন্তু ছোট ছোট কাজের মাধ্যমে আজকে এই পর্যায়ে এসেছে। এমন অনেক লোকদের খুজে পাবেন যারা মাইক্রোওয়ার্কার্স দিয়ে তাদের অনলাইনে যাত্রা শুরু করেছে।
এখন অনেকে মাইক্রোওয়ার্কার্স এ কাজ করতে চান এবং অনেক টাকা ইনকাম করতে চান! নতুন যারা মাইক্রোওয়ার্কার্স এ কাজ করতে আছেন তাদের প্রথমে চোখ যায় বড় বড় কাজের দিকে যেমন ফোরাম পোস্ট এবং ব্লগ পোস্ট। ফোরাম পোস্টিং কাজটি জতিল কাজ কিন্তু আমি ওঁ ফোরাম পোস্ট করেছি এবং অনেক টাকা ইনকাম করেছি। কিন্তু এখনকার মতো অত অত সরত ছিল না। আমার কাছে ফোরাম পোস্টিং টা জটিল লাগে তাই এইটা নিয়ে আমি কিছু লেখতে চাই না। আমি ব্লগিং এ এক্সপার্ট যার কারনে এই বিষয়ে কিছু কথা লেখতে চাই যেইটা নতুন ব্লগারদের জন্য সুবিধা জনক হবে। আসুন শুরু করি....................................... !

** কিভাবে ব্লগ পোস্ট এবং ব্লগরোল এর কাজ করবেন ঃ

মাইক্রোওয়ার্কার্স এ অনেক ব্লগ পোস্টিং এর কাজ আছে এবং যা দিয়ে ভাল পরিমান টাকা ইনকাম করা যায়। অনেক নতুন ওয়ার্কার্স এই কাজ টি করতে ইচ্ছুক। আসলে ব্লগ পোস্টিং কাজ করার জন্য আপনার নিজের ব্লগ থাকা লাগবে এবং টা অবশ্যই .com .net ,org হতে হবে। আপনার যদি নিজের ব্লগ থেকে থাকে তাহলে আপনি ব্লগের কাজ করতে পারবেন !
আমরা সাধারণত ব্লগ আ ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ব্যবহার করে থাকি। এবং এইটা দিয়ে লগিন করা এবং কাজ করা খুব সহজ। ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে আপনি নিছের ছবির মতো লগিন প্যানেল পাবেন।
জাদের পার্সোনাল ব্লগ এবং ওয়ার্ডপ্রেস আছে তারা শুদু ব্লগের কাজ করতে পারবেন। লগিন করার পর আপনি যেকোনো বিষয় এর উপর পোস্ট করতে পারবেন। ওয়ার্ডপ্রেস এ লগিন করার পর আপনি আক্তি ড্যাশবোর্ড পাবেন।। যেটি দেখতে এইরকম
ড্যাশবোর্ড এই আপনি পোস্ট করতে পারবেন... আপনি বাম পাশে লক্ষ্য করুন। ২তা বক্স দেওয়া আছে যার একটি Title নামে অন্নটি Content নামে আছে। আপনি যে বিষয়ে পোস্ট করতে চান তা Title বক্স এ লেখুন এবং যেইটি সম্পর্কে লেখতে চাইবেন তা Content বক্স আ লেখুন।
আপনি যদি আরও বেশি অপশন নিয়ে লেখতে চান তাহলে আপনার ড্যাশবোর্ড এর দান পাশের অপশন গুলা দেখুন। পোস্ট নামে একটা অপশন খুজে পাবেন। পোস্টের উপর মাউস রাখুন এবং ওইখান থেকে ADD NEW তে ক্লিক করুন।
Add New তে ক্লিক করার পর আপনি নিচের ছবির মতো একটি বক্স পাবেন !
যেখানে আপনি অনেক গুলো বাড়তি অপশন পাবেন। এইখান থেকে আপনি পোস্টের মধ্য খুব সহজে Link, photo, image সহ Bold, Underline korar অপশন পাবেন। টাইটেল এবং কনটেন্ট লেখার পরে পাবলিশ এ ক্লিক করলে আপনার পোস্ট পাবলিশ হয়ে যাবে। আসুন এইবার কিভাবে পোস্টের মধ্য লিংক বসাবেন তা শিখি... অনেক সময় এমপ্লয়ার একটি লিংক এবং Anchor Text দিয়ে লিংক তৈরি করতে বলে। যেমন ঃ লিঙ্ক ঃ https://www.microworkers.com/ Anchor Text: Microworkers এখন আপনি HTML code করে লিংক টি তৈরি করবেন <a href="https://www.microworkers.com/">Microworkers</a>

পাবলিশ করার আগে ঃ

পাবলিশ করার পরে ঃ

আশা করি এখন সবার কাছে ব্যাপারটা পরিস্কার।। মনে হয় সেইরম পরিস্কার।

1 comment

  1. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমি ইন্সটাফরেক্স কোম্পানির পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি ১.৫ পিপস (১৫ ডলার স্ট্যান্ডার্ড মার্কেট লট থেকে) পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

    এখনি আমাদের পার্টনার হয়ে যান এবং পেয়ে যান সকল তথ্য সরঞ্জাম আপনার ওয়েবসাইট এর জন্য অ্যাফিলিয়েট লিংক সহ। আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    ReplyDelete