ইউসি ইউনিয়ন হল বিক্ষাত আলিবাবা গ্রুপের সাইট। এরা মুলত ইউসি ব্রাউজার ও 9apps ব্রাউজার ডাউনলোড এর জন্য পে করে থাকে। তাছাড়া ট্রাফিকের উপর ভিত্তি করেও এরা ভাল পে করে, যেমনঃ এরা একটি ব্রাউজার ডাউনলোডের জন্য ০.১০ সেন্ট থেকে ০.৬০ সেন্ট পর্যন্ত পে করে থাকে। তাছাড়া ট্রাফিকের জন্য আপনি অনেক ভাল ইনকাম করতে পারবে।
এরা যেকোন ধরনের সাইট এপরুভ করে। কিন্তু সাইট এপরুভের জন্য আপনাকে ৩ দিন আপেক্ষা করতে হবে। এই সাইটি কোন রেফারেল সাপর্ট করে না। তাই আপনি রেফারেলের জন্য কোন টাকা/কমিশন পাবেন্না।
এখানে সাইন আপ করার জন্য আপনাকে প্রথমে এই লিংকে যেতে হবে, http://union.ucweb.com/manager.php?m=info&c=guide&a=publisher
তারপর যে যার মত করে সাইন আপ করে নিয়েন। এবার লগিন করা অবস্থায় আপনার সাইট টি আপনি দুইভাবে এপরুভ করাতে পারেন, ডাইরেক্ট ডাউনলোডের জন্য আর হল ট্রাফিকের জন্য। যেমনঃ প্রথমে লগিন করার পর সাইটির সবার নিচে সাবমিট এপ/ওয়েবসাইট এই লেখায় ক্লিক করুন,
ইউসি এউনিয়নে কাজ করতে গেলে অবশ্যই আপনি খেয়াল করবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর অনেক দিন ধরে প্রচার চলছে। যেমনঃ আনেক গুল ফেক আইডি আছে যে গুলো বিভিন্ন ধরনের এডাল্ট টাইপের পোস্ট দেয় আর বিলে এই লিংকে ক্লিক করে ডাউনলোড করুন। আসোলে আপনি ডাউনলোড করলেই দেখবেন যে ইউসি ব্রাউজার অথবা 9apps ব্রাউজার ডাউনলোড হয়েগেছে এটা আসোলে এউসি ইউনিয়নের এড নেওয়া। ত আপনার সাইটকে এপরুভ আকরার জন্যা যেটি খেয়াল করবেন সেটি হল ডিরেক্ট ডাউনলোডের উপর না নিয়ে ট্রাফিকের জন্য সিলেক্ট করবেন। কারন ফেসবুকে মানুষ এখন চালাক হয়েছে তাই এই ধরনের পোস্টে ক্লিক করতে চায় না। এ জন্য ট্রাফিকের জন্য আপনার সাইটকে এপরুভ করালে আপনি শুধু আপনার সাইট ভিউয়ের জন্য টাকা পাবেন। চলুন আরেক বার দেখে আসি,
আসলে আমার সঠিক জানা নেই যে ট্রাফিকের জন্য ইউসি ব্রাউজার ক্যামন পে করে। কিন্তু আমি দেখেছি এখন প্রায় সবাই ট্রাফিকের জন্য তাদের সাইটে এড শো করায়। আমার মনে হয় এখানে কাজ করে আপনি ঠকবেন্না , অনেক ভালই পে করে এরা তাই সবাই ইউসি ইউনিয়নের এড ব্যাবহার করে। আমার পোস্টি ভাল লাগলে জানিয়েন।সবাইকে ধন্যবাদ।
অনলাইন ইনকাম ?
ReplyDeleteভিজিট https://Tolearnbd.blogspot.com
অনলাইন ইনকাম ?
ReplyDeleteভিজিট https://Tolearnbd.blogspot.com
All New HD Movie
ReplyDelete