Monday, February 15, 2016

কিভাবে ডট টিকে ডোমেইন ব্লোগারের সাইটে এড করবেন?

ডট টিকে ডোমেইন কিভাবে ব্লোগারের সাইটে এড করা যায় তা আজ আমরা পাঠ বাই পাঠ দেখব। প্রথমে আমরা Dot.tk তে একটি ডোমেইন রেজিস্টেশন করি, ফ্রি ডো... thumbnail 1 summary
ডট টিকে ডোমেইন কিভাবে ব্লোগারের সাইটে এড করা যায় তা আজ আমরা পাঠ বাই পাঠ দেখব। প্রথমে আমরা Dot.tk তে একটি ডোমেইন রেজিস্টেশন করি,
ফ্রি ডোমেইনে রেজিস্টেশনের সমইয় শুধু ডোমেইনের মাসটা বেশি করে দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করুন,
এবার আপনার ডিটেলস দিয়ে কমপ্লিট অডারে ক্লিক করুন,
ফ্রি ডোমেইন রেজিস্টেশন শেসে এবার ডোমেইনের লিংকটা কপি করেন, এবার ব্লোগারে যান এবং যে সাইটে ফ্রি ডোমেইন এড করাবেন তার সেটিংস এ ক্লিক করুন,
"আপনার ব্লোগে একটি তৃতীয় পক্ষের URL সেটাপ করুন" এই লেখায় ক্লিক করুন,
এবার আপনার ফ্রি ডোমেইন্টি www সহ এখানে লিখুন/পেস্ট করুন,
এর পর এই রকম আসবে,
আবার ফ্রি ডোমেই নে ম্যানেজ সেকশনে যান,
এই রকম ফরোম আসবে,
এবার ফরোমটি পুরোন করলেই কাজ শেষ, আসুন এবার ফরম টি পুরন করাযাক, প্রথম বক্স টিতে যেকোন একটি আইপি দিলেই হবে, এবার ব্লোগার থেকে কপি করে এনে এভাবে বক্স গুলো পুরোন করুন, 
এবার সেভ এ ক্লিক করুন,
আপনার কাজ শেস তিনটি ভাল ভাবে শেষ হলেই ব্লোগারে গিয়ে সংরক্ষনে ক্লিক করলেই ফ্রি ডোমেইন্টি সেভ হয় যাবে। তবে ব্লোগারে সময় নিতে পারে। টেনশনের কোন কারন নেই, না হলে ১০ মিনিট পর আবার ব্লোগারে ডুকুন এবং ডোমেইন্টি www সহ দিয়ে আবার সেভে ক্লিক করুন এবার ইনশাআল্লাহ্‌ হবেই। সবাইকে ধন্যবাদ। পোস্টি কেমোন হল জানাবেন।

1 comment